ব্রেকিং নিউজ

গোবিন্দগঞ্জে সঁাওতাল কিশোরীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ প্রতিনিধি,
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সঁাওতাল কিশোরীদের আত্মরক্ষামূলক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ১৬ দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ শুরু হয়েছে।

আজ (শনিবার, ২২ জুন) উপজেলার তল্লাপাড়া মিশনে এই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সচেতন নাগরিকদের সামাজিক সংগঠন জনউদ্যোগ গাইবান্ধা জেলা কমিটির এ আয়োজনে ২০ জন সঁাওতাল কিশোরী এতে অংশ নিয়েছে।

জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে, আদিবাসী নেতা গৌড় চন্দ্র পাহাড়ি, মিলন তিগ্যা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কিশোরীদের আত্মরক্ষার্থে কারাতে প্রশিক্ষণের বিকল্প নেই। আজকের কিশোরীরা আগামী দিনের ভবিষ্যৎ। কারাতে প্রশিক্ষণের মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং নিজেদের আত্মরক্ষার পথও সুগম হবে। মেয়েদের চলার পথে প্রতিবন্ধকতা দূর করতে সহায়তা করবে এই প্রশিক্ষণ। ভবিষ্যতে জনউদ্যোগের এরকম আয়োজন আরও ব্যাপক আকারে করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। কারাতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত কারাতে প্রশিক্ষক ছিলেন এ এম এইচ মানিক ।

Leave A Reply

Your email address will not be published.