ব্রেকিং নিউজ

সিলেটবাসীর গলার কাঁটা ইটনা মিঠামইন সড়ক

চীনের দুঃখ বলা হয় হোয়াং হো নদীকে। কুমিল্লার দুঃখ বলা হয় গোমতী নদীকে।বৃহত্তর সিলেটবাসীর দুঃখ কী?

বৃহত্তর সিলেটবাসীর দুঃখ কোনো নদী না ; দুঃখ হলো ইটনা মিঠামইনের ৪৭ কিলোমিটার দৈর্ঘ্যের এই দৃষ্টিনন্দন সড়কটি।

৪৭ কিলোমিটার দৈর্ঘ্যের ইটনা-মিঠামইনের এই দৃষ্টিনন্দন রোডটি (All Weather Road) সুনামগঞ্জ ও সিলেটবাসীদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।

সাবেক মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের উপহার দেওয়া এ সড়কটি হাওর বাসীর জন্য আশীর্বাদ হলেও সিলেটবাসীর হয়েছে গলার কাঁটা।

পাহাড়ি ঢল ও পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে আস পানি দ্রুত সরে যেতে পারছে না এ সড়কটির কারণে। প্রতি কিলোমিটারে অন্ততপক্ষে চারটি করে বড় ব্রীজ নির্মাণ করে দিলে অনায়াসেই সিলেটকে দীর্ঘমেয়াদি বন্যা বা পানিবন্দির হাত থেকে রক্ষা করা যাবে।

অপরদিকে রাস্তার প্রভাবে এ অঞ্চলের নদীগুলো নাব্যতা হারিয়ে প্রতিনিয়ত মৃত্যু খালে পরিণত হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.