ব্রেকিং নিউজ

তুরস্ক ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন অধ্যাপক আবেদ আলী

বাংলাদেশের বৃহত্তম নির্বাচন পর্যবেক্ষণ সংগঠন ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান ও দক্ষিণ এশিয়ার বৃহত্তম মানবাধিকার সংস্থা সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী তুরস্ক ও যুক্তরাজ্য সফরের উদ্দেশ্যে আগামী ২০শে জুন দেশ ত্যাগ করবেন।

পক্ষকাল ব্যাপী এ সফরে তিনি ২০ জুন এক সপ্তাহ তুরস্কে অবস্থান করবেন। এ সময় তুরস্কের মানবাধিকার কমিশন ও নির্বাচন কমিশনসহ সে দেশের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিখ্যাত সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রা. এর মাজার জিয়ারত সহ বিভিন্ন ধর্মীয় স্থাপনাও তিনি পরিদর্শন করবেন।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক ইশতিয়াক মুহাম্মদ আল-আমিন জানান, ২৮ জুন হতে ৫ জুলাই তিনি যুক্তরাজ্য অবস্থান করবেন। যুক্তরাজ্য অবস্থানকালে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন ২০২৪ পর্যবেক্ষণ এবং যুক্তরাজ্য মানবাধিকার কমিশন, নির্বাচন কমিশন, কমনওয়েলথ এসোসিয়েশন, আফ্রিকা হাউজ লন্ডনসহ দুদেশের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে। তিনি আগামী ৫ জুলাই ঢাকার উদ্দেশ্যে যুক্তরাজ্য ত্যাগ করবেন।

Leave A Reply

Your email address will not be published.