ব্রেকিং নিউজ

মনের পশুকে কোরবানি দিতে বললেন শামীম ওসমান

সোমবার (১৭ জুন) সকাল ৯টায় নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় কেন্দ্রীয় পৌর ঈদগাহে ঈদের নামাজ শেষে শামীম ওসমান বলেন, মনের স্পর্শকে কুরবানী দেওয়া আমাদের জরুরি। মনের পশুর কারণে আজকে পৃথিবীতে হিংসা, বিদ্বেষ ও হানাহানি চলছে

সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শামীম ওসমান বলেন, ‘আমাদের সবাইকে একে অপরের সুখে-দুঃখে পাশে থাকা উচিত। আমরা যাতে সবার সুখে সুখী হতে পারি, আবার সবার দুঃখে দুঃখী হতে পারি সেই দোয়া চাই।’

এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে সবার দোয়া চান। তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী যেভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, মহান আল্লাহ যেন তাঁকে সুস্থতা ও নেক হায়াৎ দান করেন।’

নামাজ শেষে ঈদগাহে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করেন সংসদ সদস্য শামীম ওসমান।

এর আগে ছেলে ইমতিনান ওসমান অয়নকে সঙ্গে নিয়ে ঈদের নামাজের প্রথম জামাতে অংশ নেন তিনি। নামাজ শেষে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করেন।

Leave A Reply

Your email address will not be published.