সেলিম আবেদ,খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় বে-সরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের আয়োজনে মাসিক স্বাস্থ্য দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলার হাজিডাঙ্গা খলসি সাজিয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ে ছোট গল্প লেখা, চিত্রাঙ্কন, কুইজ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। ব্র্যাকের অধিকার এখানে,এখনই প্রকল্পের আওতায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল আমিন। শিক্ষার্থী রাইসা ইসলাম ঐশীর সভাপতিত্বে ও প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মোঃ জিল্লুর রহমানের সঞ্চালনায় বক্তব্যদেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজল কান্তি মল্লিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস, একাডেমিক সুপারভাইজার টিকেন্দ্রনাথ সানা, প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, সাংবাদিক এসএম মাহবুবুর রহমান,এস রফিকুল ইসলাম, ম্যানেজিং কমিটির সভাপতি খান আবু বক্কর, অভিভাবক রাবেয়া আক্তার, সাবিনা ইয়াসমিন, ইয়ূথ মবিলাইজার শিখা বসাক, সদস্য বিপুল মন্ডল, রাকিব হাসান, সোনিয়া খাতুন, ঐশী খাতুন,রুবাইয়া ইসলাম, তনুশ্রী,ইমন রহমান,জয় কুমার, রাব্বি হোসেন, শুভ কুমার, শিক্ষার্থী নিলয়,আনিসা খাতুন, মর্জিনা খাতুন,অয়ন, ধ্রুব কুমার,রিম্পা, বনশ্রী রানী ও রাজমনি। বক্তারা কিশোর কিশোরীদের বয়ঃসন্ধিকালীন শারিরীক পরিবর্তন মাসিক সম্পর্কিত নিরবতা ভেঙে সচেতনতা বৃদ্ধি করা এবং মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কিত নেতিবাচক সামাজিক নিয়মাবলীর পরিবর্তন করে কিশোরীদের মাসিক নিয়ে সামাজিক সচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে ইয়ূথদের পরিচালনায় বয়ঃসন্ধি কালিন সম্পর্কিত একটি নাটিকা অনুষ্ঠিত হয়।
সেলিম আবেদ--------তাং ১১-৬-২৪
সম্পাদক ও প্রকাশক: মোঃ হেলাল উদ্দিন © সর্বস্বত্ত সংরক্ষিত
Copyright © 2023 স্বাধীন বাংলা নিউজ | তথ্য মন্ত্রনালয় নিবন্ধন নং-১৭৯