ব্রেকিং নিউজ

শেরপুরের ঝিনাইগাতীতে ৫০০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ গ্রেপ্তার—২

গোলাম রব্বানী টিটু:(শেরপুর)প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলায় গতকাল বৃহস্পতিবার সকালে ৫০০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে শ্রীবরদী উপজেলার গেরা মারা কাকিলাকুড়া গ্রামের আব্দুল্লাহ খন্দকারের ছেলে ফকির মোর্শেদ খন্দকার (৩৫) ও ঝিনাইগাতী উপজেলার রামেরকুড়া স্টেডিয়াম এর পার্শ্বের গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আমীর হোসেন । গতকাল ৬ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছে থেকে ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার ও একটি অটো রিকশা জব্দ করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের বর্তমান বাজার মূল্য আনুমানিক ৭ লক্ষ ৫০ হাজার টাকা। গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ ওসি বছির আহমেদ বাদলের নির্দেশে এসআই তনু নন্দন কুমারের নেতৃত্বে একদল পুলিশ সদস্যরা ঝিনাইগাতী উপজেলার গজনী ও বাকাকুড়া বাজারের মধ্যবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ৫০০ বোতল ফেনসিডিলসহ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ ওসি বছির আহমেদ বাদল জানান আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত ওই দুই আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর শেরপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। এর সাথে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে ।

Leave A Reply

Your email address will not be published.