ব্রেকিং নিউজ

শেষ সময়ে দৌড়ে গিয়ে জাতীয় পার্টি প্রার্থীর মনোনয়ন ফরম জমা

সাইফুল ইসলাম: বান্দরবান জেলা প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয় ফরম জমা দেয়ার শেষ সময় ছিল ৩০ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত। সে অনুযায়ী মনোনয়ন ফরম জমা দেয়ার সময় ছিল আর মাত্র ২ মিনিট, তখনও জাতীয় পার্টির প্রার্থী এটিএম শহিদুল ইসলাম রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দিতে আসতে পারেননি। অবশেষে বৃহষ্পতিবার (৩০ নভেম্বর) সময় শেষ হওয়ার এক মিনিট আগে মোটর সাইকেল থেকে নেমে দৌড়ে গিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়ন ফরম জমা দিতে সক্ষম হন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এটিএম শহিদুল ইসলাম।

এর আগে বুধবার বিকালে দলের নেতাকর্মীদের নিয়ে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এটিএম শহীদুল ইসলাম জেলা রিটার্নিং অফিসারের নিকট হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলছুম, জেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাহাদাত হোসেনসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
এ নিয়ে বান্দরবান ৩০০নং আসনে তিন জন মনোনয়ন ফরম জমা দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন। মনোনয়ন ফরম যারা দিয়েছেন তারা হলেন আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং, স্বতন্ত্র প্রার্থী মংঞোয়ে প্রু এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মনোনীত প্রার্থী এটিএম শহিদুল ইসলাম।

 

Leave A Reply

Your email address will not be published.