ব্রেকিং নিউজ

বান্দরবান জেলার সাথে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন

বিশেষ প্রতিবেদক:: বান্দরবান জেলার সাথে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। টানা পাঁচ দিনের বৃষ্টিপাতে বান্দরবানের প্রধান সড়কটি পানিতে তলিয়ে গেছে। মঙ্গলবার (৮ আগস্ট) সকালে বান্দরবানের বাজালিয়া এলাকায় সারাদেশের সাথে যোগাযোগের একমাত্র সড়কটি পানিতে তলিয়ে যায়। ফলে বান্দরবানের সাথে চট্টগ্রামসহ সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। অপরদিকে থানচিতে প্রধান সড়ক ধসে গভীর খাদে গিয়ে পড়েছে।

এদিকে বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হওয়ায় মূল শহর প্রায় তিন ফিট পানিতে তলিয়ে গেছে। থানচি, আলীকদম, রুমাসহ বিভিন্ন উপজেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে শহরের। বিভিন্ন স্থানে পাহাড় ধসে এখন পর্যন্ত ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি এতোটা নাজুক যে তা সামলাতে ইতোমধ্যে সেনা মোতায়েন করা হয়েছে।

বান্দরবান জেলার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সজীব আহম্মেদ বলেন, মঙ্গলবার সকালে বান্দরবানের সাথে সারা দেশের যোগাযোগের প্রধান সড়কটি পানিতে তলিয়ে গেছে। এই সড়কটি উঁচু করার জন্য একটি পরিকল্পনার প্রস্তাব ঢাকায় পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই আগামী বর্ষার আগে সড়কটি উঁচু করার কাজ শুরু করা হবে।

বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফিন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজমুল আলম বলেন, বন্যার কারণে আমাদের যাতায়াত করা কঠিন হচ্ছে। তারপরও আমরা পরিস্থিতি মোকাবিলায় কাজ করে যাচ্ছি।

বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, এর আগে বান্দরবানে এতো বড় বন্যা হয়নি। এটি সবচেয়ে বড় বন্যা। আমরা জেলায় ২০৭টি আশ্রয়কেন্দ্র খুলেছি। সেখানে খাবার, বিশুদ্ধ পানি, মেডিকেল টিমসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সেনাবাহিনীও মাঠে কাজ করছে। আমরা সবাই মাঠে আছি।

Leave A Reply

Your email address will not be published.