ব্রেকিং নিউজ

শাহজাদপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের দেওয়া হচ্ছে নিম্নমানের খাবার

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের দেওয়া হচ্ছে নিম্নমানের খাবার।
অধিকাংশ দিনই রোগীদের পরিবেশন করা হচ্ছে সিলভারকাপ, পাঙ্গাস সহ কমদামি মাছ। মাংস দেওয়া হলেও রান্নার মান একেবারেই নিম্নমানের।
সরকারি এ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা বাধ্য হয়ে এ খাবার খাচ্ছে বলে জানান চিকিৎসা নিতে আসা রোগীরা৷ কেউ কেউ খেতে না পেরে ফেলে দিচ্ছে এবং বাহিরে থেকে খাবার এনে খাচ্ছে। প্রতিবাদ করলে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। কর্তপক্ষের যোগসাজশেই এমন করা হচ্ছে বলে মনে করছে সচেতন মহল।

ভালোমানের খাবার সরবরাহ না করে নিম্নমানের খাবার দেওয়ায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে রোগীদের সহ সচেতন মহলের মধ্যে।
এসব নিম্নমানের খাবারের পরিবর্তে ভালোমানের খাবার পরিবেশনের দাবি জানিয়েছে চিকিৎসা নিতে আসা রোগীরা।
অপরদিকে হাসপাতালে নোংরা পরিবেশ লক্ষ্য করা গেছে। কুকুর বিড়ালের অবাধ বিচরনও দেখা গেছে ৫০ সয্যা বিশিষ্ট এ হাসপাতালটিতে।
এসব ঘটনায় কর্তৃপক্ষের নজরদারির অভাবকেই দায়ী করছে স্থানীয়রা।

তবে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আলম বলেন, খাবারের ব্যাপারে আমরা সচেতন আমি নিজে মনিটরিং করি এবং আমার স্টাফরা খাবার চেক করে তারপর রোগীদের দেওয়া হয়।
এর পরেও যদি খাবারের মান খারাপ হয় তাহলে ব্যাবস্থা গ্রহন করা হবে। ##

কামরুল হাসান হিরোক
শাহজাদপুর, সিরাজগঞ্জ।

Leave A Reply

Your email address will not be published.