মহেশপুরে তরুণীকে ধর্ষণ মামলার আসামী জহির আটক
শামীম খান জনী,ঝিনাইদহ।
ঝিনাইদহের মহেশপুরে বাড়িতে ঢুকে তরুণীকে ধর্ষণ মামলার আসামী জহির হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের হাবাসপুর বাজার থেকে তাকে আটক করা হয়। আটক যুবক সেখেরগাড়ী গ্রামের আলীজান মণ্ডলের ছেলে।
এর আগে জোরপূর্বক তরুণীকে ধর্ষণ করলে ওই তরুণীর মা বাদী হয়ে মহেশপুর থানায় মামলা করেন।
মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন জানান, বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত যুবক তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করেন। রোববার ওই তরুণীর মা বাদী হয়ে মামলা করলে রাতে অভিযুক্ত জহির হোসেনকে আটক করা হয়। আজ সোমবার সকালে তাকে জেলা আদালতে পাঠানো হয়েছে।