ব্রেকিং নিউজ

সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ-সমাবেশ

শামীম খান জনী ঝিনাইদহ।
সুইডেনে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর প্রতিবাদে এবং এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝিনাইদহের হরিণাকুন্ডতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ওলামা মাশায়েখ পরিষদ হরিণাকুণ্ডু উপজেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।
জুম্মার নামাজ শেষে উপজেলার প্রিয়নাথ স্কুল প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আইজুদ্দীন মোড়ে প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয় ।
এ সময় সংগঠনটির উপজেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল ইসলাম তার বক্তব্যে বলেন, পবিত্র কোরআন অবমাননার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকার ও সুইডেনের প্রতি দাবী জানান।

Leave A Reply

Your email address will not be published.