জামালপুরে ইসলামপুর উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ৮ বৎসর পর ৮ জুলাই প্রস্তুতি সভা

আবুল কাশেম জামালপুর প্রতিনিধিঃ-
জামালপুর জেলার ইসলামপুর উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮জুলাই। সম্মেলনকে ঘিওে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে দীর্ঘ ৮বৎসর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামী যুবলীগ ইসলামপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন।
এবারের সম্মেলনে ৯ জন সভাপতি এবং ৮ জন সাধারণ সম্পাদক পদে প্রার্থীদের ব্যানার-পোস্টার ও তোরনের ছেঁয়ে গেছে পৌর শহরের অলিগলি। প্রার্থীদের প্রচার- প্রচারনা ও শুডাউনে সরগরম করে তোলেছেন রাজনীতির মাঠ। সম্মেলন কে ঘিরে নেতাকর্মী সমর্থকদের মাঝে ছড়িয়ে পড়ছে উৎসব আমেজ। কে হচ্ছেন এবার আওয়ামী যুবলীগের সভাপতি- সাধারণ সম্পাদক ? তা’ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। কে যোগ্য, কে অযোগ্য তা নিয়ে চলছে সর্ব মহলে চুল ছেঁড়া বিচার বিশ্লেষণ। তবে আওয়ামী হিতৌশী নাম প্রকাশে অনিচ্ছুক যুবলীগের কর্মী-সমর্থকসহ সাধারণ এলাকাবাসি সবাই চাচ্ছেন,ইসলামপুর আওয়ামী যুবলীগের নতুন কমিটিতে যেন মাদক সেবন-মাদক বিক্রেতা জোরপুর্বক জমি দখলের সাথে যারা জড়িত তারা যেন নেতর্ৃত্ব না পায় সেদিক দৃষ্টি রেখে মাদকমুক্ত নতুন একটা যুবলীগের নেতৃত্ব চায় ইসলামপুর বাসি।