চলন্ত ট্রেনে উঠতে গিয়ে আহত সাইদুরের মৃত্যু

আবুল কাশেম জামালপুর প্রতিনিধিঃ-
জামালপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে ট্রেনের নিচে পরে মারাত্বক আহত যাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ৪জুলাই মঙ্গলবার দিবাগত রাতে সাইদুর রহমান(৫৫)মারা যায়। সে জেলার মাদারগঞ্জ উপজেলার উত্তর গাবের গ্রামের বাসিন্দা মৃত সাহাবুদ্দিন (সাইফুলের) ছেলে।
জামালপুর রেলওয়ে থানার এসআই আব্দুস সাত্তার জানান,গত ৪ জুলাই মঙ্গলবার বিকালে জামালপুর রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় চলন্ত ট্রেনে দৌড়ে উঠার সময় হঠাৎ পা ফসকে ট্রেনের নিচে পড়ে যায় সাইদুর। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।