বিয়েবাড়ির গেটে টাকা নিয়ে সংঘর্ষ, কনেসহ আহত ১৫
ভোলায় বিয়েবাড়ির গেটে বরযাত্রীদের কাছে টাকা নেওয়াকে কেন্দ্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কনে, কনের বাবা-মা, বরের বাবাসহ উভয় পক্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে ভোলা শহরতলীর জামিরালতা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বিয়েবাড়ির গেটে টাকা নেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজনের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে বরপক্ষের লোকজন হকিস্টিক ও দেশিয় অস্ত্র নিয়ে কনে বাড়িতে হামলা চালিয়ে বিয়ের প্যান্ডেল, চেয়ার-টেবিল ও আসবাবপত্র ভাঙচুর করে। রান্না করা খাবার ফেলে দেওয়া হয়। ঘণ্টা ব্যাপী সংঘর্ষে কনে, কনের বাবা-মা-ভাই, বরের বাবা, খালু আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতাল ভর্তি করেন।
এ বিষয়ে পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিল মো. শাহ আলম বলেন, বিষয়টি মীমাংসা করা হবে।
ভোলা মডেল থানার ওসি শাহিন ফকির বলেন, এ বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।