মহেশপুরে পুনর্মিলনী,গুনিজন সন্মাননা,কৃতি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

শামীম খান জনী,ঝিনাইদহ।
“ যে একা সে-ই সামান্য,যাহার ঐক্য নাই সে-ই তুচ্ছ। এসো মোরা ঐক্যর বন্ধনে আবদ্ধ হই”এই শ্লোগানে ঝিনাইদহের মহেশপুরে দিন ব্যাপি নানা আয়োজনে পুনর্মিলনী,গুনিজন সন্মাননা,কৃতি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে থেকে মহেশপুর জেলা পরিষদ অডিটরিয়ামে রাজশাহী বিশ্ববিদ্যালয় মহেশপুর উপজেলা সমিতির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকালে জেলা পরিষদ অডিটরিয়াম চত্তর থেকে এক বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মোহা.সোলাইমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য এ্যাড.শফিকুল আজম খান চঞ্চল। প্রধান উপদেষ্ঠা হিসাবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অবসর প্রাপ্ত প্রফেসর নুরুল হোসেন চৌধুরী,উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় মহেশপুর উপজেলা সমিতির সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কৃর্তি শিক্ষার্থী সংবর্ধনা,অবসরপ্রাপ্ত রাবিয়ান সন্মাননা,পিএইচডি ডিগ্রী অর্জনকারীদের সন্মাননা,শিক্ষা প্রসার ও সমাজ পরিবর্তন অবাদানে সন্মাননা, গুনিজন সন্মাননা,বীব মুক্তিযোদ্ধাদের সন্মাননা প্রদান করা হয়। সন্ধায় রাজশাহী বিশ্ব বিদ্যালয় সংগীত বিভাগের শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীদের নিয়ে এক মনজ্ঞো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।