সাংবাদিক পরিবারের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ। গোবিন্দগঞ্জে জমিজমা সংক্রান্তের জের ধরে প্রতিপক্ষের হামলায় ১ জন গুরুতর জখম মোবাইল ও টাকা ছিনতাই
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ (মোঃ রেজাউল করিম)
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমিজমা সংক্রান্তের জের ধরে প্রতিপক্ষের হামলায় খাইরুল ইসলাম নামে এক জনকে গুরুত্বর জখম ও কাছে থাকা কোরবানির পশু কিনার ১ লক্ষ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। হামলায় গুরুতর জখম খাইরুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলা সরকারি হাসপাতালে
চিকিৎসাধীন রয়েছে। সন্ত্রাসী কর্তৃক আহত খাইরুল ইসলাম সাংবাদিক খসরু মাহমুদ ও আব্দুল খালেকের ভাই। সাংবাদিক পরিবারের উপর বর্বর হামলার প্রতিবাদ জানিয়েছেন, বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রংপুর বিভাগীয় সিনিয়র সহ সভাপতি এবং গাইবান্ধা জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোয়াজ্জেম হোসেন আকন্দ।
বাংলাদেশ প্রেস ক্লাব, গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক ও সাপ্তাহিক কাটাখালী পত্রিকার সম্পাদক মোঃ আসাদুজ্জামান মাসুদ, সদস্য ও কাটাখালী পত্রিকার সহ-সম্পাদক মোহাম্মদ আবুল শোয়াইব মুনতাসির আকন্দ, শাইদুল ইসলাম,
মোস্তাকিন সরকার প্রমুখ।
২৭ জুন বেলা ১১ টার দিকে খাইরুল ইসলাম কোরবানির পশু কিনার জন্য বিশুলিয়া গ্ৰামের তার বোনের কাছ থেকে ১ লক্ষ টাকা নিয়ে বাড়ি যাওয়ার পথে পূর্বপরিকল্পিত ভাবে আসামি বিশুলিয়া গ্ৰামের জাবেদ আলীর পুত্র জাহাঙ্গীর, আঃ মমিনের পুত্র গোলাম হায়দার গং ।
স্হানীয় লোকজন আহত খাইরুল ইসলাম কে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে দেন। এ ব্যাপারে খাইরুল ইসলাম বাদী হয়ে ৪ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেছে।