ব্রেকিং নিউজ

গাইবান্ধার স্টেডিয়াম সংলগ্ন বধ্যভূমিতে আইটি সেন্টার না করতে মতবিনিময়

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ
গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম সংলগ্ন চিহ্নিত বধ্যভূমিতে শেখ কামাল আইটি সেন্টার করতে দেয়া হবে না। ৭১’র চিহ্নিত বধ্যভূমিতে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের নামে আইটি সেন্টার নির্মাণ করলে একজন মুক্তিযোদ্ধাকেই কলংকিত করা হবে।
সোমবার (২৬ জুন) গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। গাইবান্ধা ৭১’র বধ্যভূমি সংরক্ষণ কমিটি এই মতবিনিময় সভার আয়োজন করে। মতবিনিময় সভায় বক্তব্য দেন অধ্যাপক মাজহার-উল মান্নান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পৌরসভার সাবেক মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সহ-সভাপতি রণজিৎ বকসী সূর্য্য, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা খয়বর হোসেন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, জেলা ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য আমিনুল ইসলাম গোলাপ, সমাজসেবক রাজনীতিক ওয়াজিউর রহমান রাফেল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আমিনুর জামান রিংকু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক মিহির ঘোষ, জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা, আওয়ামলীগ নেতা মোস্তাক আহমেদ রঞ্জু, সাম্যবাদী আন্দোলনের জেলা আহবায়ক মনজুর আলম মিঠু, নারী মুক্তি কেন্দ্রের জেলা সভাপতি নিলুফার ইয়াসমিন শিল্পী, বাসদের গোলাম রব্বানী, কবি ও সাংস্কৃতিক কর্মী দেবাশীষ দাশ দেবু, মোহাম্মদ আমিন, আব্দুর রউফ মিয়া, ৭১’র শহীদ পরিবারের সন্তান রামকৃষ্ণ সরকার প্রমুখ। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক জিএম চৌধুরী মিঠু।
সভায় মুক্তিযুদ্ধের চেতনা অক্ষুন্ন রাখতে গাইবান্ধায় স্বীকৃত চিহ্নিত বধ্যভূমিতে স্মৃতি সৌধ নির্মাণের দাবি জানিয়ে এই বধ্যভূমিটি নিয়ে যে কোনো ধরণের ষড়যন্ত্র নস্যাৎ করা হবে।

Leave A Reply

Your email address will not be published.