পলাশবাড়ীর কিশোরগাড়ী ইউপি’র সাবেক চেয়ারম্যান আবুল কালাম মন্ডলের ইন্তেকাল

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আবুল কালাম মন্ডল (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৩ জুন) রাত দেড়টার উপজেলার কিশেরগাড়ী ইউপি’র গণেশপুর গ্রামে নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন অসুস্থতা জনিত কারণে নিজবাড়ীতে শয্যাশয়ী ছিলেন। তিনি ওই গ্রামের ডা. কছির উদ্দিন মন্ডলের ৫ম ছেলে। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৪ মেয়ে, স্ত্রী, ভাই-বোন, আত্মীয়-স্বজন, সহকর্মী, বন্ধু-বান্ধব ও পাড়া-প্রতিবেশীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার (২৫ জুন) বাদ যোহর ওই ইউপির গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধর্মপ্রাণ মুসুল্লীদের অংশগ্রহণে নামাজে জানাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন সম্পন্ন করা হয়।
তাঁর মৃত্যুতে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের শুভাকাঙ্খী-শুভানুধ্যায়ী গভীর শোক এবং শোক-সন্তোপ্ত পরিবারের প্রতি পৃথকভাবে সমবেদনা জ্ঞাপন করেছেন।