ব্রেকিং নিউজ

মহেশপুরে দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে রচনা ও বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শামীম খান জনী,ঝিনাইদহ।
ঝিনাইদহের মহেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্তরে বৃহস্পতিবার দিন ব্যাপী উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে রচনা ও বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রচনা ও বির্তক প্রতিযোগিতায় মহেশপুরের ৯টি স্কুল ও মাদ্রাসার ২০০ ছাত্র-ছাত্রী অংশো গ্রহন করে।
পরে বিকালে রচনা ও বির্তক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব আবুল হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত রচনা ও বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী।
রচনা ও বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আসাদুজ্জামান, সহকারী পরিদর্শক কাওছার আহম্মেদ,অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মহেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন কুমার মজুমদার, আলফাতুনেছা কলেজের অধ্যক্ষ শরীফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের কামাল হোসেন,উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য খন্দকার আব্দুল বাতেন,শহিদুল ইসলাম,কামরুজ্জামান টুটুল প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.