ব্রেকিং নিউজ

ডুমুুরিয়ার খর্নিয়ায় জমে উঠেছে পশুর হাট, চাহিদা বেশি মাঝারি গরুর।

সেলিম আবেদ, খুলনা প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে খুলনা ডুমুরিয়ার খর্নিয়ায় জমে উঠেছে পশুর হাট। ক্রেতারা সাধ্যমতো পছন্দের পশুটি কিনছেন। তবে বেশির ভাগ বিক্রেতা এবং ক্রেতারা স্বাস্থ্যবিধি উপেক্ষিত দেখা গেছে। সরেজমিনে খর্নিয়া গরু হাটে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের আর মাত্র এক সপ্তাহ বাকি থাকায় এখন যেসব ক্রেতা আসছেন, তারা অধিকাংশই পশু কিনে ঘরে ফিরছেন। এ কারণে বৃহস্পতিবার সকাল থেকে কুরবানির জন্য গরু ও ছাগল বিক্রি বেড়েছে। মাঝারি গরুর চাহিদা বেশি উল্লেখ করে বিক্রেতারা জানান, বাজারে নানা আকারের গরু থাকলেও মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি। পাইকগাছা থেকে পাঁচটি গরু নিয়ে খর্নিয়া গরু হটে এসেছেন হায়দার আলী। তিনি বলেন, এলাকা থেকে ৫টি গরু নিয়ে এসেছিলাম। তিনটি মাঝারি ও দুটি বড়। মাঝারি গরু তিনটিই বিক্রি হয়ে গেছে। বড় গরু দুটিরও দরদাম হয়েছে কিন্তু এখনো বিক্রি হয়নি। ক্রেতারা দামদর করে চলে যাচ্ছে। অন্য এক বিক্রেতা রেজা সরদার তিনি বলেন, চারটি বড় গরু নিয়ে এসেছি। এখন পর্যন্ত ২টি বেঁচতে পারছি। বড় গরুর চাহিদা কম। হাতেগোনা কিছু মানুষ বড় গরু কিনছেন। মানুষ এসে দামাদামি করছেন ঠিকই কিন্তু নিচ্ছেন মাঝারি গরু। খর্নিয়া গরু হাটের ইজারাদার প্রতিনিধি মেহেদী হাসান বিপ্লব বলেন, এ বছর গরুর দাম বেশি হওয়ার অভিযোগ করছেন ক্রেতারা। এ জন্য এখন পযন্ত বিক্রির পরিমাণ অন্যান্য বছরের তুলনায় কম। তিনি আরও বলেন, আমরা ব্যাপারীদের সঙ্গে কথা বলছি, দ্রব্যমুল্যের দাম বিবেচনায় রেখে অল্প মুনাফায় গরু বিক্রি করে দেন। তাতে ক্রেতা-বিক্রেতা এবং যারা কুরবানি দিবেন উভয় লাভবান হবেন। হাট মালিক পক্ষের প্রতিনিধি সাওকাত হোসেন জানান, আমাদের খর্নিয়া গরু হাটে এ বছর পশু আমদানি হয়েছে প্রচুর বিক্রি হয়েছে আনুমানিক ২ থেকে ৩ হাজার। এখনও কিছু পশু আসছে বিভিন্ন এলাকা থেকে।

Leave A Reply

Your email address will not be published.