নলছিটিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

আমির হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধ:
৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে মাসব্যাপী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র দেশজুড়ে
(জেলা, থানা, ইউনিয়ন ও ক্যাম্পাসে)১লাখ বৃক্ষরোপণ কর্মসূচি অংশ হিসেবে বুধবার দিনব্যাপী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার ব্যবস্থাপনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দৃশ্যমান স্থানে কেন্দ্র ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সেক্রেটারি, মাওলানা শাহজালাল হোসেন জিহাদী। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ ইসা আল মারুফ। সাধারণ সম্পাদক, মাসুম বিল্লাহ,
দাওয়াহ সম্পাদক, মোহাম্মদ সাইফুল ইসলাম, অর্থ কল্যাণ সম্পাদক, মোঃ মাহবুব হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক,মোহাম্মদ আব্দুল্লাহ আল সিফাত প্রমুখ নেতৃবৃন্দ।