বগুড়ায় বাসের চাপায় একজন নিহত বিক্ষুদ্ধ লোাকজনের বাস আগুন।চালকসহ বাস আটক।

মোঃ শামসুল আলম লিটন ব্যুরো চীফ উত্তরবঙ্গ:আজ মঙ্গলবার বগুড়া-রংপুর সড়ক বাসের চাপায় বাদশা মিয়(৬৫) নাম এক নার্সারী মালিক নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুদ্ধ লোাকজন বাসটিত আগুন ধরিয়ে দেয়। পরে হাইওয়ে পুলিশ চালকসহ বাসটি আটক করে।
হাইওয়ে পুলিশ জানায়, সকাল ৭ টার দিক ঢাকা থেকে রংপুরগামী শ্যামলী পরিবহনের একটি বাস বগুড়া সদরের গাকুেলর
মহস্থান হলবদর এলাকায় সখানকার নার্সারী মালিক বাদশা মিয়াকে চাপা দয়ে। এত ঘটনায় তিনি মারা যান। ঘটনার সময় তিনি রাস্তা পার হছিলেন। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারর ওপর উঠে যায়। এতে স্থানীয় লোকজন বিক্ষুদ্দ ও উত্তজিত হয়ে বাসটিতে আগুন ধরিয় দয়ে। এর কিছু পরই ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয় ফেলে। খবর পেয়ে হাইওয়ে বগুড়া’র পুলিশ সুপার হাবিবুর রহমানসহ উর্দ্ধতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করন। হাইওয়ে পুলিশর গাবিদগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত বাস এবং এর চালককে আটক করা হয়েছছ। আগুন বাসর সিটসহ বেশ কিছু অংশ পুড়ে যায়।