ডুমুরিয়ায় চেতনানাশক ওষুধ খাইয়ে এক পরিবারে নগদ অর্থ সহ ৬ লাখ টাকার মালামাল চুরি

খুলনা প্রতিনিধি
ডুমুরিয়ায চেতনানাশক ওষুধ মেশানো খাবার খাইয়ে এক পরিবারের সর্ব¯^ লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মাগুরখালীর ঘুরুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
¶তিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, উপজেলার ঘুরুনিয়া এলাকার মৃত নগেন্দ্রনাথ মন্ডলের ছেলে মহারাজ মন্ডল বাড়ির বাইরে থাকায় ঘটনার দিন সন্ধ্যায় তার স্ত্রী বীণা মন্ডল রাতের রান্না শেষে ঘুমিয়ে পড়ে। এরপর ঘুম থেকে উঠে সে একা খেয়ে আবার ঘুমিয়ে পড়ে এবং গভীর রাতে ¯^ামী বাড়ি এসে ডাকাডাকি করে স্ত্রী না উঠায় সে ও ওই রান্না করা ভাত তরকারি খেয়ে ঘুমিয়ে পড়ে। এরপর থেকে পরিবারের সকলেই অচেতন। এ সুযোগে দূর্বৃত্তরা ঘরে ঢুকে আলমারি ও শোকেজ ভেঙে নগদ ৫ ল¶ টাকা ও ১ ভরি ¯^র্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এতে নগদ অর্থ সহ প্রায় ৬ ল¶ টাকার মালামাল চুরি হয়েছে বলে ¶তিগ্রস্ত পরিবার জানান। তারা আরও বলেন গোপনে কে বা কারা খাবারে চেতনানাশক ওষুধ স্প্রে করে এ ঘটনা ঘটিয়েছে। সকালে প্রতিবেশীর ডাকাডাকির এক পর্যায়ে তাদের অচেতন দেখে ¯’ানীয় ডাক্তার দিয়ে চিকিৎসা করা হয়। এ খবর জানতে পেরে ¯’ানীয় মাগুরখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই পিয়াস ঘটনা¯’ল পরিদর্শন করেছেন।