ব্রেকিং নিউজ

ঝিনাইদহে খাদ্য অধিকার ও কৃষি খাদ্য ব্যবস্থার দাবীতে মানববন্ধন

শামীম খান জনী,ঝিনাইদহ।
খাদ্য অধিকার ও কৃষি খাদ্য ব্যবস্থার দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচীর আয়োজন করে খাদ্য অধিকার বাংলাদেশ। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির জেলা কমিটির নেতাকর্মী ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে সংগঠনটির জেলা শাখার সভাপতি খোন্দকার হাফিজ ফারুক, সদস্য হাবিবুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা, প্রত্যেকটি মানুষের নিরাপদ, পুষ্টিকর খাদ্য অধিকার নিশ্চিত করাসহ কৃষিতে খাদ্য ব্যবস্থার উন্নয়নের দাবী জানান।

Leave A Reply

Your email address will not be published.