লালপুরে সাবেক মন্ত্রী নাসিমের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত ।

ইউসুফ হোসাইন নাটোরে প্রতিনিধি : নাটোরের লালপুরে মডেল প্রেসক্লাবের আয়োজনে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিমের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা রাতে উপজেলার গোপালপুর অবস্থিত মডেল প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই সভায় বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ বাবুল আকতার, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র মঞ্জুরুল ইসলাম বিমল, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও
নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি গোলাম কাওসার, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, লালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য মনোয়ার হোসেন মনি, যুগান্তর প্রতিনিধি প্রভাষক সাহীন ইসলাম, মডেল প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সেলিম, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম লিটন প্রমুখ। সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের না সদস্যদের, জাতীয় চার নেতা ও সকল শহীদদেরসহ সাবেক মন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।