ব্রেকিং নিউজ

ঝিনাইগাতীতে ভুয়া জমির কাগজ তৈরীর অপরাধে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড

গোলাম রব্বানী টিটু 🙁 শেরপুর) প্রতিনিধি : শেরপুর জেলার
ঝিনাইগাতী উপজেলার জাল জালিয়াতির আশ্রয় নিয়ে জমির ভুয়া পর্চা তৈরীর অপরাধে মাহাবুল্লাহ নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১৩ জুন মঙ্গলবার রাত ৯ ঘটিকার দিকে এ দন্ডাদেশ প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদের উপস্থিতিতে ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর এ কারাদন্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত মাহাবুল্লাহ উপজেলার সদর ইউনিয়নের কালিনগর গ্রামের দুলাল মিয়ার ছেলে মাহাবুল্লাহ।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ৯ ঘটিকার দিকে ঝিনাইগাতী বাজার এলাকায় অভিযানকালে জাল জালিয়াতির আশ্রয় নিয়ে ভুয়া পর্চা তৈরী করে সরকারি নির্দেশ অমান্য করে। এ অপরাধের প্রেক্ষিতে মাহাবুল্লাহকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১শত টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. মনিরুল আলম ভুইয়া জানান, দণ্ডপ্রাপ্ত আসামী মাহাবুল্লাহকে মঙ্গলবার রাতেই পুলিশ হেফাজতে সরাসরি শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.