তদন্তের দাবি

গোবিন্দগঞ্জ প্রতিনিধি: (মো: রেজাউল করিম)
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বর্ধনকুঠি পাইলট উচ্চ বিদ্যালয়ের হিসাব ফান্ডে জমাকৃত টাকার পরিমাণ শূন্যের কোঠায় বলে জানিয়েছেন,সংশ্লিষ্ট শিক্ষকগণ। তথ্য অনুসন্ধানে জানা গেছে,উক্ত বিদ্যালয়ের দুটি হিসাবে জমাকৃত টাকার পরিমান ৫০০ টাকার নিচে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অনেকেই নাম না প্রকাশের শর্তে বলেছেন। বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর মাসিক বেতন, পরীক্ষার ফি, সাবশিটারি ফি, সেশন চার্জ সহ আনুষঙ্গিক বাবদ লক্ষ লক্ষ টাকা থাকার কথা কিন্তু ১৯৯৯ সাল হতে অদ্যবধি হিসাবের জমাকৃত টাকার পরিমাণ শূন্যের কোঠায় থাকায় সকলের মনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তদন্ত করে আয় ব্যয়ের হিসাব নির্ধারণ করার দাবি জানিয়েছেন অভিভাবক ও এলাকাবাসী। উল্লেখ্য উক্ত বিদ্যালয়ের কোন দৃশ্যমান উন্নয়ন হয়নি বলে জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীগণ।তদন্ত করলে থলের বিড়াল বেরিয়ে আসবে বলে অভিজ্ঞ মহলের দাবি।