গোবিন্দগঞ্জে ট্রাক্টরের দুর্ঘটনায় হেলপার নিহত

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মঙ্গলবার (১৩ জুন) বিকালে দিকে গোবিন্দগঞ্জ-গাইবান্ধা ভায়া নাকাই সড়কে পূর্বপোগইল ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আবু হানিফ(১৭) নামের এক হেলপার নিহত হয়েছে। নিহত হেলপার আবু হানিফ হরিরামপুর ইউনিয়নের বুড়িরভিটা গ্রামের শাহজাহান আলীর ছেলে বলে জানা গেছে।
নিহতের স্বজনরা জানায়, বালু বহনের জন্য একটি ট্রাক্টর দ্রুতগতিতে নাকাইহাটের দিকে যাচ্ছিল। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে গাড়িটি থেকে আবু হানিফ ছিঁটকে পড়ে যান। এ সময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
এ তথ্য নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, ওই ট্রক্টরের চাকায় পিষ্ট হয়ে গাড়িটির হেলপার আবু হানিফ নিহত হয়।