ব্রেকিং নিউজ

জামালপুরে মাদারগঞ্জে কৃষি অফিসের বেদখল জমি উদ্ধার

আবুল কাশেম জামালপুর প্রতিনিধিঃ
দীর্ঘ ৪৪ বছর পর জামালপুরের মাদারগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরে বেদখল হয়ে যাওয়া ১০ শতাংশ জমি উদ্ধার করলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলাম। উদ্ধার কৃত জমির মূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে জানা গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলাম জানান, মাদারগঞ্জ পৌর এলাকার ক্ষুদ্র জোনাইল মৌজার মিয়া বাজারের কাছে কৃষি সম্প্রসারণের পাট উৎপাদন অফিসের জন্য জনৈক ইসমাইল হোসেনের নিকট থেকে দলিল মূলে ১৯৭৯ সালে জমি ক্রয় করে। কিন্তু জমিটি নিজ দখলে রেখে দেন তিনি। দীর্ঘ ৪৪ বছর পর কৃষি সম্প্রসারণ অধিদফতর রবিবার জমিটি উদ্ধার করে সীমানা পিলার স্থাপন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আরো জানান, মাদারগঞ্জ পৌর এলাকার বালিজুড়ি বাজারেরর ৩৭ শতাংশ জমিসহ আরো ১৭ শতাংশ জমি উদ্ধার করা হবে।

Leave A Reply

Your email address will not be published.