ব্রেকিং নিউজ

সাংবাদিকরা পারেন ঘুণে ধরা সমাজকে আমূল পরিবর্তন করতে , নারায়ন চন্দ্র চন্দ এমপি

সেলিম আবেদ, খুলনা প্রতিনিধি
সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন, সাংবাদিকরা জাতির বিবেক এবং সমাজের দর্পন। একমাত্র তারাই পারেণ ঘুণে ধরা সমাজকে আমূল পরিবর্তন করতে। যারা সরকারে থাকেন তারাই দেশ পরিচালনা করেন। কিন্তু কাজের স্বার্থে সকল দলের নেতা এবং জনগণের সহযোগিতা দেশকে এগিয়ে নিয়ে যান। বঙ্গবন্ধু সেই আদর্শ রেখে গেছেন। গতকাল শনিবার সকালে এমপির বাসভবনে সাংবাদিকের সাথে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তিনি বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে নতুন বা বিতর্কিত ব্যক্তিদের প্রার্থীতা মনোনয়নে নেত্রী কোন প্রকার রিস্ক নেবেন না। কারণ ভোটে কোন তঞ্চকতা হবেনা। জনগণের ভোটেই ফ্রেস নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিরোধী দলগুলো নির্বাচনে আসুক এটাই জনগণের প্রত্যাশা। তিনি আরো বলেছেন, ছোট বেলা থেকেই সেবার মানসিকতা নিয়ে এবং ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকলকে সম্মান করে আসছি। সৃষ্টিকর্তা আমার ভাগ্যে যা লিখেছেন তা কেউ ঠেকাতে পারবেনা। আমি আশাকরি ডুমুরিয়া ফুলতলার মানুষ আমার মানবিকতা ও উন্নয়ন কর্মকান্ডকে মূল্যায়ন করতে ভুল করবে না। এসময়ে উপস্থিত ছিলেন সাংবাদিক কাজী আবদুল্লাহ, আনোয়ার হোসেন আকুঞ্জি, আব্দুল লতিফ মোড়ল, অরুণ দেবনাথ, এস রফিকুল ইসলাম, মাহাবুর রহমান, সুব্রত কুমার ফৌজদার, সেলিম আবেদ, শেখ আব্দুস সালাম, জিএম ফিরোজ, জাহাঙ্গীর আলম মুকুল, লিটন গাজী, গাজী মাসুম, ইন্দ্রজিৎ মল্লিক প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.