মহেশপুরে নদের পানিতে ডুবে শিশুর মৃত্যু

শামীম খান জনী,ঝিনাইদহ।
ঝিনাইদহের মহেশপুরে কপোতাক্ষ নদে গোসল করতে নেমে আলামিন হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ভালাইপুর দফাদারপাড়ার আব্দুস সালামের ছেলে। শনিবার দুপুরে কপোতাক্ষ নদের গোসল করতে নামলে ডুবে মারা যাই সে।
এসবিকে ইউনিয়নের চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী জানান, পাশ^বর্তী গোয়ালহুদা গ্রামের খালাবাড়িতে বেড়াতে গিয়ে কপোতাক্ষ নদে গোসল করতে নামেন আলামিন। নদ গভীর হওয়ায় নদের পানিতে ডুবে সে মারা গেছে।