জামালপুরে বৃষ্টির জন্য নামাজ আদায় করেন মুসল্লিরা

আবুল কাশেম জামালপুর প্রতিনিধিঃ-
চলমান তীব্র তাপদাহ থেকে মুক্তি পেতে ও বৃষ্টিপাতের জন্য জামালপুরে ইস্তিস্কার নামাজে আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা।
গত বৃহস্পতিবার (৮জুন) সকালে ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা শাখার আয়োজনে ও পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর সহযোগিতায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়।
এতে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ ৫ শতাধিক সাধারণ মানুষ অংশগ্রহন করেন। ধর্মীয় মতে, সালাতুল-ইস্তিস্কা হলো বৃষ্টিপাতের জন্য দ্ইু রাকাআত নামাজ আদায় করে আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা।
এ নামাজে ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন জেলা ইত্তেফাকুল ওলামার সভাপতি বড় মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুল্লাহ। বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ বাকী বিল্লাহ, পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, আইনজীবী সমিতির সভাপতি এড. আমান উল্লাহ আকাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, আলহাজ্ব মাসউদ রহমান, আলহাজ্ব মো.মনিরুল ইসলাম প্রমুখ।