ব্রেকিং নিউজ

নলছিটির পীর মোয়াজ্জেম সড়কে এক্সকেভেটার চালিয়ে সড়কের ক্ষতিসাধন, মুচলেকা দিয়ে ছাড়

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

নলছিটির পীর মোয়াজ্জেম সড়কে এক্সকেভেটার চালিয়ে রাস্তার ভেঙে ফেলার দায়ে মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছে ভেকু মালিক। আজ বিকালে ওই সড়কের আখড়পাড়া বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকালে পীর মোয়াজ্জেম সড়ক দিয়ে আখরপাড়া বাজারের দিকে মুল সড়ক দিয়ে এক্সকেভেটার চালিয়ে যাচ্ছিলেন মালিক সোহরাব হোসেন। এতে ভারি যান সড়কে চলাচল করায় সড়ক ভেঙে যাচ্ছিল। অনুমতি ব্যতিত মুল সড়কে এক্সকেভেটার চলাচলে বাঁধা দেন পৌরসভার ২নং ওর্য়াড কাউন্সিলর নুরে আলম হাওলাদারসহ এলাকাবাসী। পরে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানান।

এ বিষয় ২নং ওর্য়াড কাউন্সিলর নুরে আলম হাওলাদার জানান, এলাকায় প্রতিনিয়ত এক্সকেভেটার দিয়ে পীর মোয়াজ্জেম সড়কসহ স্থানীয় অনেক সংযোগ সড়ক ক্ষতি করে যাচ্ছিল। এর আগে আমি একাধিকবার ভেকু মালিক সোহরাবকে রাস্তায় চালাতে নিশেধ করেছি।তিনি কোন কিছু তোয়াক্বা করেননা। এরই ধারাবাহিকতায় আজ এলাকাবাসী পীর মোয়াজ্জেম সড়কে চালানো অবস্থায় ভেকু জব্দ করে।পরে বিষয়টি ইউএনও মহোদয়কে জানালে তিনি সিএ রাজীব চক্রবর্তী পাঠিয়ে মালিকের মুচলেকা নেন।

এ বিষয় নলছিটি উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা নাহিদ জানান, পীর মোয়াজ্জম সড়কে এক্সকেভেটার চালানোর সময় এলাকাবাসীর জব্দকৃত ভেকু মালিকের ভবিষৎতে সড়কে না চালানোর মুচলেকা রেখে ছাড়া হয়। পরবর্তীতে অভিযোগ পেলে জেল জড়িমানাসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.