গুজবের বিরুদ্ধে সচেতন হই,অন্যকে সচেতন করি…. ভুল তথ্য (গুজব): যার এনআইডি আছে, তাকেই দুই হাজার টাকা বাৎসরিক আয়কর দিতে হবে, এটা সম্পূর্ণ ভুল তথ্য।

সঠিক তথ্য: যার টিআইএন আছে, তাকে বাৎসরিক দুই হাজার টাকা আয়কর দিতে হবে।
সরকারের ঘোষনা অনুযায়ী ৭৫ লাখ TIN নম্বরধারী কোনো ইনকাম না দেখালেও ২০০০ টাকা মিনিমাম দিতে হবে(বছরে) যা খুবই সাধারণ। অথচ গুজব ছড়ানো হচ্ছে এমনভাবে যে ১৭ কোটি মানুষকেই কর দিতে হবে।
এই ঘোষণাটা শুধুই TIN নম্বরধারীদের জন্য (৭৫ লাখের জন্য)। যাদের TIN(টিন) নাম্বার নাই তাদের কোন কর দিতে হবে না।