ব্রেকিং নিউজ

মৌলভীবাজার হাসপাতালে ২০ দিন থেকে সেবা কার্যক্রম বন্ধ; ভোগান্তিতে জেলাবাসী।

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালে অপারেশন থিয়েটার প্রায় ২০ দিন থেকে সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। বড় ধরনের কোন অপারেশন হচ্ছে না এই হাসপাতালে। এতে সরকারি হাসপাতাল নির্ভর সাধারণ রোগীরা দুর্ভোগে পড়েছেন। সরকারি হাসপাতালে অপারেশনের সুবিধা না পাওয়ায় অত্র এলাকার সাধারণ ও খেটে খাওয়া জরুরী অপারেশনের রোগীদের বাধ্য হয়ে যেতে হচ্ছে জেলার প্রাইভেট হাসপাতাল কিংবা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে। এতে একদিকে যেমন গুনতে হচ্ছে বাড়তি টাকা অন্যদিকে রোগীকে নিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে স্বজনদের।
এ ব্যাপারে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের কাছে জানতে চাইলে তিনি বলেন, মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান ঈদের ৪/৫ দিন আগ থেকে অপারেশন থিয়েটারের বাল্ব নস্ট হওয়ায় যান্ত্রিক ত্রুটির কারনে অপারেশন বন্ধ রয়েছে। তবে ছোট খাটো অপারেশন চালু আছে। তিনি আরও বলেন এ সপ্তাহের মধ্যেই বাল্ব ইনস্টলেশন হয়ে যাবে বলে তিনি আশ্বস্ত করেন।
০১৭৪৫৯৩৯৪৪৮

Leave A Reply

Your email address will not be published.