মহেশপুরে শিশু নিলয় ফাউন্ডেশনের অগ্নি সচেতনতা ও করনিয় বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
শামীম খান জনী,ঝিনাইদহ।
ঝিনাইদহের মহেশপুরে শিশু নিলয় ফাউন্ডেশনের আয়োজনে আগুনের ভয়াবহতা, অগ্নি সচেতনতা ও করনিয় বিষয়ক অগ্নি মহড়া/ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জলিলপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অগ্নি সচেতনতা ও করনিয় বিষয়ক অগ্নি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। শিশু নিলয় ফাউন্ডেশনের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর, চঅঈঊ হারুন অর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মহেশপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মুনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু নিলয় ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক-১ আনিচুর রহমান, শাখা ব্যবস্থাপক-২ হাবিল উদ্দিন, জলিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিচ উজ জামান প্রমুখ। ওরিয়েন্টেশন কার্যক্রম আয়োজনের সার্বিক সহযোগীতায় ছিলেন শিশু নিলয় ফাউন্ডেশনের সহকারি ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর, চঅঈঊ আবু হাসান। ওরিয়েন্টেশনে আগুনের উৎপত্তি, ভয়াবহতা, আগুন প্রতিরোধের উপায়, অগ্নি নিরাপত্তা ও আগুন থেকে সচেতনতা বিষয়ক আলোচনা করা হয়। অগ্নি মহড়ার মাধ্যমে উদ্যোক্তদের সরেজমিনে আগুন নিভানোর বিভিন্ন কৌশল প্রশিক্ষনের মাধ্যমে শেখানো হয়। ওরিয়েন্টেশন কার্যক্রমে মহেশপুর এলাকার কারখানা পর্যায়ের ৩০ জন উদ্যোক্তা অংশ গ্রহন করে।