শামীম খান জনী,ঝিনাইদহ।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সাদিকপুর গ্রাম থেকে মারামারির কাজে ব্যবহৃত ১০টি ঢাল উদ্ধার করেছে পুলিশ।
এসময় ঢাল তৈরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
শনিবার দিবাগত রাতে বারবাজার ইউনিয়নের সাদিকপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, গত ৩দিন ধরে কয়েকজন ব্যক্তি সাদিকপুর রেণু দাসের বাড়িতে এসে ঢাল তৈরি করার কাজে জড়িত ছিলো।
বারবাজার এলাকায় গরুর হাট নিয়মতান্ত্রীক ভাবে পাওয়া ব্যক্তিদের হাত থেকে জোরপূর্বক হাট নেওয়ার জন্য স্থানীয় প্রভাবশালী একটি চক্র আইন শৃঙ্খলা অবনতির চেষ্টা করছে।
তার ধারাবাহিকতায় রেণু দাসের বাড়ি ঢাল তৈরির কাজ করছিলো।
রেণু দাসের ভাই ভক্ত দাস জানান, গত ৩দিন ধরে কয়েকজন ব্যক্তি ঢাল তৈরি করতে আসতো,সকালে এসে তারা আবার বিকেলে চলে যেত।
তাদের বাড়ি কুষ্টিয়া বা শৈলকূপা এলাকায় বলে জানান তিনি।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্যা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে সাদিকপুর গ্রামের রেণু দাসের বাড়িতে অভিযান চালিয়ে মারামারির কাজে ব্যবহৃত ১০টি ঢাল উদ্ধার করা হয়।
তবে ঢাল তৈরির কাজে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।এসময় ঢাল তৈরির কাজে ব্যবহৃত বেত জব্দ করা হয়েছে।
তিনি আরো বলেন আইন শৃঙ্খলা অবনতির চেষ্টাকারী যেই হোক না কেনো আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ হেলাল উদ্দিন © সর্বস্বত্ত সংরক্ষিত
Copyright © 2023 স্বাধীন বাংলা নিউজ | তথ্য মন্ত্রনালয় নিবন্ধন নং-১৭৯