ব্রেকিং নিউজ

শাহজাদপুরে ভেজাল গো খাদ্য জব্দ করে ধ্বংস। ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জরিমানা।

কামরুল হাসান হিরোক, শাহজাদপুর (সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী সলভেন্ট অয়েল মিল থেকে বৃহস্পতিবার প্রায় ৬ টন ভেজাল গো খাদ্য জব্দ করে বাঘাবাড়ী বড়াল নদীতে ফেলে দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতে কারখানার ম্যানেজার সুমন ( ৩৩) ও ভেজাল গো খাদ্য মালিক বাঘাবাড়ী গ্রামের আক্কাছ মোল্লার ছেলে এরশাদ মোল্লাকে এক লক্ষ টাকা জরিমানা করে আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার( ভূমি ) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট লিয়াকত সালমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ বিল্লাল হোসেন ও ভেটেরিনারী সার্জন ডাঃ মাহফুজুর রহমান।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ বিল্লাল হোসেন জানান, উপজেলার বাঘাবাড়ী ঘাটের দক্ষিণ পাড়ে সলভেন্ট ওয়েলমিল কারখানায় কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন যাবত অনুমোদন বিহীন গবাদি পশুর ভেজাল খাদ্য তৈরি করে বাজারজাত করছে। গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানায় অভিযান চালালে সেখান থেকে যমুনা সুষম ফিড, এজি আই গদরেজ ফিড, তিশা ফিড সহ বিভিন্ন ব্র্যান্ডের গো খাদ্য জব্দ করে তা বড়াল নদীতে ধ্বংস করা হয়। জনসার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।##

মোঃ কামরুল হাসান হিরোক
, শাহজাদপুর, সিরাজগঞ্জ।
০৭.০৪.২০২৩

Leave A Reply

Your email address will not be published.