ব্রেকিং নিউজ

গর্বিত বাংলাদেশ করেছে বিশ্ব জয়, শুরু হয়েছে যে যুদ্ধ সে যুদ্ধ শেষ হবার নয়।

সত্যি আমরা খুব গর্বিত।
আমরা জানি, আমাদের একএকজন প্রতিযোগি একএকজন যুদ্ধা।
আমরা যুদ্ধ করে ছিনিয়ে এনেছি আমাদের ভাষা,মাতৃভাষা বাংলা ভাষা।
আমরা যুদ্ধ করে ছিনিয়ে এনেছি আমাদের ভূমি, মাতৃভূমি বাংলা ভূমি।
সে যুদ্ধের জয় ছিনিয়ে এনেছি ১৯৭১ সনে।
কিন্তু, আমার দেশের নাম,মান,শান বিশ্বের মাঝে উজ্জ্বল করার যুদ্ধ এখনো শেষ হয়নি।
আর শেষ হবেওনা।
একের পর এক বাংলাদেশের নাম উজ্জ্বল করছে আমার দেশের প্রতিযোগি যুদ্ধারা।
অক্লান্ত পরিশ্রম করে সুখকে বিসর্জন দিয়ে আর কষ্টকে হাসিমুখে বিদায় দিয়ে নাম্বার ওয়ান বিজয় ছিনিয়ে আনছে আমার দেশের প্রতিযোগি যুদ্ধারা।
সত্যি, আমি খুব গর্বিত।
আমরা পেয়েছি বিশ্বের মাঝে নাম্বার ওয়ান সাকিব আল হাসান,যার নামের সাথে বাংলাদেশের নাম।
আমরা পেয়েছি অসংখ্য খেলোয়াড় যারা হচ্ছে আমার দেশের উজ্জ্বল নক্ষত্র।
সত্যি, আমি খুব গর্বিত।
আমরা পেয়েছি বিশ্বের মাঝে নাম্বার ওয়ান অসংখ্য কোরআনে হাফেজ।যাদের নামের সাথে বাংলাদেশের নাম। যাদের কন্ঠসুরে পাগল হয়েছে সারা বিশ্বের মুসলিম জাতি।তাইতো গর্ব করে বলছি,বাংলাদেশের মাটি কতই না খাঁটি।

সর্বশেষ, আমি আমার কবিতার ভাষায় বলতে চাই।
গর্বিত বাংলাদেশ করেছে বিশ্ব জয়,
শুরু হয়েছে যে যুদ্ধ
সে যুদ্ধ শেষ হবার নয়।

✍️:- রিয়াদ হোসাইন
R.S.Hossain Arabic School.

Leave A Reply

Your email address will not be published.