ব্রেকিং নিউজ

প্রশ্ন : মায়ের আগে মেয়ে মারা গেলে নাতী নাতনির সম্পদ পাওয়া প্রসঙ্গে।

প্রশ্নের বিবরণ : মায়ের আগে বিবাহিতা মেয়ে মারা গেলে নাতী/নাতনিরা নানার বাড়ির হক্ক পাবে কিনা? দয়া করে উত্তর দিয়ে বাধিত করিবেন।

উত্তর : যার সম্পত্তি তার আগে প্রাপক মারা গেলে প্রাপকের সন্তানরা সম্পত্তি পায় না। কারণ, দাদা, নানা, দাদী, নানী প্রভৃতি থাকাবস্থায় বাবা মা মারা গেলে সন্তানেরা তাদের মুরব্বীদের সম্পত্তি পাবে না। কারণ, তার পিতা মাতা তো সম্পত্তির মালিকই হননি। এ পর্যায়ে প্রয়োজন হলে তাদেরকে সম্পত্তি দেওয়া দাদা-দাদী, নানা-নানীর ওপর ওয়াজিব। এক্ষেত্রে তাদের প্রাপ্য অংশ অথবা মোট সম্পত্তি এক তৃতীয়াংশ অসিয়তের মাধ্যমে এসব না শরীক বাচ্চাকে দ্রæত রেজিষ্ট্রি করে দিতে হবে। তবে, মুরব্বীরা মারা গেলে বাচ্চারা আর পাবে না।

উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।

Leave A Reply

Your email address will not be published.