ব্রেকিং নিউজ

“ইজাজ খান স্বপন ভাই” চ্যানেল আইয়ের শুরু থেকে যার পদযাত্রা।

ইজাজ খান স্বপন ভাই” চ্যানেল আইয়ের শুরু থেকে যার পদযাত্রা।”মিউজিক প্লাস” উনার একটি অনুষ্ঠান চলতো। আমার লেখা জেমসের গাওয়া” বনের পাখি,হাসানের গাওয়া “আমারে তুই সঙ্গে লইয়া চল। সারাদিন যখন তখন গানের প্রমো চলত “চ্যানেল আই সেরা কন্ঠ”,”ক্ষুদে- গানরাজ”উনার পরিচালনায় হয়।এখন সেরা কন্ঠের অডিশন চলছে। এ ব্যাপারে গিয়েছিলাম। বিদায় নেয়ার সময় উনি আমাকে বাহিরে এসে এগিয়ে দিয়ে গেলেন,আর বলতে ছিলেন এটিএন বাংলার লোক ভালো করে ছবি তোল। ওয়ার্ল্ড মিউজিক ছিল উনার ক্যাসেট কোম্পানির নাম। উনার কোম্পানি থেকে তিনটি অ্যালবাম বের হয়েছিল আমার। জেমস হাসানের “খেলারাম খেলে যা” সিনথিয়, নাফিসার “শুধু তোরই লাগি”এবং বনের পাখি।শিল্পী সামিনা চৌধুরী উনার স্ত্রী।

Leave A Reply

Your email address will not be published.