জমি নেই, ঘর নেই, মামার বাড়িতে বসবাস করছেন দুই যুগ ধরে
জমি নেই, ঘর নেই, মামার বাড়িতে বসবাস করছেন দুই যুগ ধরে।
নিজের জায়গা এবং ঘর নেই, বাধ্য হয়ে মামার বাড়িতে বসবাস করছেন দীর্ঘ দুই যুগ ধরে। এমন দুর্দশা চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শোরসাক গ্রামের সোবাহান এর পরিবার এর। দুঃখের বিষয় মামাদের ও সম্পদ নেই দেওয়ার মত। দিন মজুর এর কাজ করে খেয়ে না খেয়ে চলে তার সংসার। মা, দুই সন্তান ও স্ত্রী নিয়ে তার সংসার। অনেকেই সরকারি আশ্রয় প্রকল্পের ঘর পেলেও সোবাহান রয়ে গেছেন স্থানীয় জনপ্রতিনিধিদের চোখের আড়ালে। সোবাহান এর আকুল আবেদন চাঁদপুর-৫ এর এমপি মহোদয় মেজর রফিকুল ইসলাম বীর উত্তম ও মাননীয় প্রধানমন্ত্রী নিকট তার পাশে থাকার জন্য। এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেলো সোবাহান এর অমানবিক জীবন যাপনে ব্যতীত করে এলাকাবাসির। দরিদ্র পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়ার দাবি জানান তারা।