ব্রেকিং নিউজ

রাস্তায় উড়ছে ইটের গুড়া- অতিষ্ঠ পথচারী সহ এলাকাবাসী

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

রাস্তায় উড়ছে ইটের গুড়া এতে পথচারী সহ এলাকাবাসী অতিষ্ঠ। দেখে মনে হয় ঘন কুয়াশা। কিন্তু না এটা হল মধুপুর হতে আশ্রা চৌরাস্তা যাতায়াতের নির্মানাধীন রাস্তার বেহাল দশার চিত্র। রাস্তাটিতে ইটের গুড়া, দেওয়ার ফলে তা দুলো ময়লায় পরিনত হয়েছে। পথচারীগন রাস্তায় চলাচলের সময় কোন যানবাহন চলাচলের সময় যে পরিমান ধুলো ময়লা উড়ে এতে পথচারীদের রাস্তায় চলা খুবই কষ্ঠ হয়ে দাঁড়ায়।এ ধুলো ময়লা নাক মুখ দিয়ে ঢুকে এবং পরিহিত কাপড় নষ্ঠ হয়ে যাচ্ছে। পথচারীরা জানান গাড়ী চলাচলের সময় নাকমুখ বন্ধ করে রাস্তার এক পাশে দাঁড়িয়ে থাকতে হয়। এ ধুলো ময়লা আমাদের চোখ মুখে ঢুকে এবং চোখ মুখ লাল হয়ে যায়, এবং পড়নের জামা কাপড় নষ্ঠ হয়ে যায়।এলাকাবাসী জানান সড়কের এ দুলো ময়লা আমাদের বাড়ীতে যাচ্ছে আমাদের খাবার সহ ঘরের আসবাব পত্রও নষ্ঠ হচ্ছে।বাড়ী ঘর লাল হয়ে যাচ্ছে।আম গাছের মুকুল নষ্ট হয়ে যাচ্ছে এমনকি পাতায় এ ময়লা লাগার দরুন গাছ পালার পাতা লাল হয়ে যাচ্ছে। এলাকার কয়েকজন শিক্ষক জানান, গাছের পাতায় এরকম ময়লা আটকালে গাছের পাতা যে পরিমান কার্বন ডাই অক্সাইড গ্রহন করে এবং আমাদেরকে যে পরিমান অক্সিজেন দেয় তা বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। এ ইটের গুড়া উড়ে গিয়ে নাক মুখ দিয়ে ঢোকার ফলে এলাকায় ঠান্ডা সহ নানা ধরনের রোগের লক্ষন দেখা দিচ্ছে। ব্যাবসায়ী ময়েন, আক্কাছ, শাহজামাল, দুলাল জানান ধুলো ময়লার কারনে আমাদের দোকানের মালামাল নষ্ঠ হয়ে যাচ্ছে। ধুলো ময়লার কারনে আমরা দোকানে বসতে পারছি না। ক্রেতাগনও দোকানের সামনে দাঁড়াতে পারে না।এলাকাবাসী আরও জানান রাস্তার পাশের পতিত জমিতে এ ইটের গুড়া উড়ে পরার দরুন ঘাস লাল হয়ে গেছে তাই তারা পতিত জমিতেও গরু ছাগলও চড়াতে পারছেন না বলেও জানান।রাস্তার পার্শের মুদির দোকান গুলোর মালামাল নষ্ঠ হয়ে যাচ্ছে। তাই তারা দুলো ময়লা থেকে বাচার জন্য পলিথিন দিয়ে বেড়া দিয়ে দোকান চালাচ্ছে। এলাকাবাসী জানান রাস্তায় পানি দিলে এ ক্ষতি আমাদের হত না।এলাকাবাসী কর্তৃপক্ষের সূদৃর্ষ্টি কামনা করছেন।

Leave A Reply

Your email address will not be published.