ব্রেকিং নিউজ

টাঙ্গাইলের মধুপুরে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আঃ হামিদ মধুপুর ( টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ দুর্লভ ও আমদানীকৃত ঔষধি উদ্ভিদের চাষাবাদ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতির আয়োজনে শনিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে মধুপুর ব্রাক লার্নিং সেন্টার মিলনায়তনে বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতির সভাপতি ড. সাঈদ আহমেদ সিদ্দিকী এর সভাপতিত্বে বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ আবু ছালেহ এর সন্চালনায় উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মধুপুর উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ আল মামুন রাসেল, সহকারী অধ্যাপক গাহনী ডাঃ আব্দুর রহিম,। এসময় উপস্হিত ছিলেন বাংলাদেশ ইউনানী ডক্টরস
সোসাইটির সহ- সভাপতি আনোয়ারুল আলম ভূইয়া, বাংলাদেশ ইউনানী ডক্টরস সোসাইটির সাধারণ সম্পাদক হাকীম রেজাউল করিম,বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ প্রমুখ। অনুষ্টান শেষে ইউনানী ডাক্তারদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.