চিঠি পেলে সংলাপের বিষয়ে সিদ্ধান্ত: ফখরুল
নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপের চিঠি পেলে যোগ দেওয়া না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, তারা এখনও এ ধরনের চিঠি পাননি। চিঠি পেলে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।
মঙ্গলবার রাতে রাজধানীর বনানীর ফ্লাইওভারের নিচে ‘অর্পণ’ সংগঠনের উদ্যোগে অসহায় ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নির্বাচন ও নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়ে কোনো সংলাপে যাবে না বলে বিএনপির একটি সিদ্ধান্ত ছিল- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের সিদ্ধান্ত ছিল যে, কোনো ধরনের নির্বাচন নিয়ে আলোচনা করব না। নির্বাচন কমিশন নিয়ে সেই সিদ্ধান্ত সুস্পষ্টভাবে,সুনির্দিষ্টভাবে এখনও নেইনি।’
অনুষ্ঠানে অর্পণের সভাপতি বীথিকা বিনতে হোসাইন, স্বেচ্ছাসেবক দলের আনু মো. হালিম আজাদ, ইয়াসীন আলী, সরদার মো. নুরুজ্জামান, আজিজুর রহমান মুসাব্বির উপস্থিত ছিলেন।