ব্রেকিং নিউজ

পীরগঞ্জ পৌরসভায় পুনরায় আওয়ামী লীগের শামীম মেয়র নির্বাচিত

তাজিমুল ইসলাম শামীম

রংপুরের পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে তাজিমুল ইসলাম শামীম (নৌকা)৭ হাজার ৬শ’ ৯৮ ভোট পেয়ে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত আন্দোলনের মাওঃ সুলতান মাহমুদ ২ হাজার ভোট পেয়েছেন।

৯ টি ওয়ার্ডে যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তারা হচ্ছেন, ১ নং ওয়ার্ডে মোঃ কবিরুল ইসলাম(উটপাখি), ২ নং ওয়ার্ডে মশিউর রহমান পারভেজ(ডালিম), ৩ নং ওয়ার্ডে রাসেল মিয়া(বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ৪ নং ওয়ার্ডে সাইফুল ইসলাম আজাদ (ডালিম), ৫ নং ওয়ার্ডে আরমান আলী তালুকতার(উটপাখি), ৬ নং ওয়ার্ডে আশরাফুল ইসলাম(পানির বেতল), ৭ নং ওয়ার্ডে আলমগীর হোসেন (উটপাখি), ৮ নং ওয়ার্ডে আব্দুর রাজ্জাক (পানির বোতল) এবং ৯ নং ওয়ার্ডে নুরুল ইসলাম নুরু(ডালিম) নির্বাচিত হয়েছেন।

সংরক্ষিত মহিলা আসনে ১ নং ওয়ার্ডে এসমত আরা শেলী(চশমা), ২ নং ওয়ার্ডে মোছাঃ শাবানা খাতুন (চশমা) ও ৩ নং ওয়ার্ডে সেলিনা আকতার শিখা(অটোরিকশা) নির্বাচিত হয়েছেন।
রবিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ইভিএম পদ্ধতিতে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক।

Leave A Reply

Your email address will not be published.