টাঙ্গাইলের মধুপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ
‘আমরা কন্যা শিশু- প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার(৩০ সেপ্টেম্বর) সকালে মধুপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে মধুপুর অফিসার্স ক্লাবে দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমাইল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু। স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা বেগম।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, বিআরডিবির কর্মকর্তা মো. আজহার আলী, তথ্য কর্মকর্তা স্বপ্না রাণী কর্মকার প্রমূখ।