ব্রেকিং নিউজ

যোগ্যতায় নয়, শিক্ষক নিয়োগে তদবিরেই বেশি : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা নয়, তদবিরেই বেশি নিয়োগ হচ্ছে। দেশের একটা বিশ্ববিদ্যালয়ও আন্তর্জাতিক মানে পরিগণিত হয় না এটা খুবই দুঃখজনক। শিক্ষকরা প্রভাবশালী ছাত্রদের কথায় চলাফেরা করেন। এতে তাদের ব্যক্তিত্বহীনতা প্রকাশ পায় বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) শিক্ষা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, হলগুলোতে পলিটিক্যাল রুম কালচার বন্ধ করতে হবে। লিখিতভাবে এই কালচার আজীবনের জন্য বন্ধ করতে হবে বলে মত দেন। এতে কেউ অখুশি হলে তা দেখার বিষয় নয় বলে জানান তিনি।
সেপ্টেম্বরের শেষ নাগাদ বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে যাবে বলে আশা করছেন ওবায়দুল কাদের।

জাতীয় স্বার্থে গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায় সরকার সেতুমন্ত্রী

Leave A Reply

Your email address will not be published.