ব্রেকিং নিউজ

দক্ষ কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার ওপর গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

নৌ ও বিমান বাহিনীর সদস্যদের পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে দক্ষ কর্মকর্তাদের বিবেচনা করার ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, ‘ভবিষ্যতে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দক্ষ যারা, তারা প্রমোশন পেয়ে প্রত্যেকটি বাহিনী পরিচালনার দায়িত্ব পাবেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাবেন।’
রোববার (৫ সেপ্টেম্বর) নৌ ও বিমান বাহিনীর সদর দপ্তরে নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ সভায় (প্রথম পর্ব) এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে এ সভায় অংশ নেন তিনি।

সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বাংলাদেশ চলবে এবং বাংলাদেশ হবে ভবিষ্যতে উন্নত-সমৃদ্ধ সোনার দেশ।’

শেখ হাসিনা বলেন, ‘আপনারা পদোন্নতির জন্য যে পদ্ধতিগুলো নিয়েছেন টিআরএসিই-ট্রেস (টেবুলেটেড রেকর্ড অ‌্যান্ড কম্পারেটিভ ইভালুয়েশন), আমি মনে করি, এটা একটা আধুনিক পদ্ধতি। এই পদ্ধতির ভিত্তিতেই আপনাদের জ্ঞান এবং প্রজ্ঞা দিয়ে নির্বাচনী পর্ষদ আগামী দিনে যারা দক্ষতার সাথে নৌবাহিনী এবং বিমান বাহিনী পরিচালনা করবে তাদের নির্বাচিত করবে।’

‘পাশাপাশি আমি এটাও বলব যে, অনেক ক্ষেত্রে দেখা যায়, কর্তব্য পালনে অনেকে দক্ষতার পরিচয় দিতে পারে। তারা যেন অবহেলিত না হয়, সে দিকটাও আপনারা বিবেচনা করবেন‘, বলেন তিনি।
প্রধানমন্ত্রী করোনার সময় বাংলাদেশ নৌ বাহিনী এবং বিমান বাহিনীসহ সব প্রতিষ্ঠান অত্যন্ত আন্তরিকতার সঙ্গে মানুষের পাশে দাঁড়ানোয় তিনি সবাইকে ধন্যবাদ জানান।

Leave A Reply

Your email address will not be published.